ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত ? দেখে নিন

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত ? দেখে নিন । walton freeze 8 cft price -আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভাল আছেন। আজকের আমাদের পোস্টটি হল ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ  এর দাম কত?  মূলত এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ঃ

Read more: ওয়ালটন ১০ সেফটি ফ্রিজ এর দাম

বর্তমান বাজারে অনেক ধরনের ফ্রিজ পাওয়া যায় । যেমন ওয়ালটন ফ্রিজ, ভিশন ফ্রিজ , মার্সেল  ফ্রিজ , মিনিস্টার ফ্রিজ singer ফ্রিজ, আরো অন্যান্য ফ্রিজ বাজারে এসেছে । তাই আজকের আমাদের পোষ্টটি হল ওয়ালটন ফ্রিজের ৮  সেফটির দাম কত ?

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ও মডেল

বর্তমান বাজারে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি এর অনেকটি মডেল আছে। তবে মডেল অনুযায়ী এক একটা একের দাম। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সকল মডেল এর দাম তুলে ধরা   হবে।

কোম্পানীর নাম ও সেফটি
            মডেল                দাম
ওয়ালটন ৮ সেফটিWFB-1H5-ELXX-XX৩১,২৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFA-2B0-GDXX-XX৩২,৪৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFA-2B0-GDEL-XX৩২,৯৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFB-2X1-ELXX-XX৩৩,২৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFA-2D4-NEXX-XX৩৩,৯৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFA-2B0-GDEH-XX৩৩,৪৯০ টাকা
ওয়ালটন ৮ সেফটিWFB-2X1-GDXX-XX৩৩,৪৯০ টাকা

 

ওয়ালটন ৮ সেফটির ফ্রিজ এর বিস্তারিত ঃ

Walton ৮ সেফটি ফ্রিজ  সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ বলে আখ্যায়িত করা হয়।  আপনারাই ফ্রিজটি  মাত্র ১৪ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারেন । যাদের মূলত ছোট সংসার তারাই মূলত এই  ফ্রিজ ব্যবহার করে থাকেন ।  কিছু সময় অনেক ওষুধ ফার্মেসী তে প্রয়োজন করে। এবং কি অনেক মনের দোকানেও এই ফ্রিজটি প্রয়োজন পড়তে পারে ।  walton ৮ সেফটি ফ্রিজের সকল বিস্তারিত ও বৈশিষ্ট্য আলোচনা করা হলোঃ

  • ওয়ালটন ফ্রিজ এর মডেল ঃ WFO-1A5-RXXX-XX
  • ওয়ালটন ফ্রিজের দামঃ মাত্র ১৪,৩০০ টাকা।
  • ধারণ ক্ষমতা ঃ ১১৫ লিটার।
  • ওজনঃ ২৬ কেজি।
  • দৈর্ঘ্যঃ ৯০ সেন্টিমিটার।
  • প্রস্থঃ ৪৯ সেন্টিমিটার।
  • ফাস্টার কুলিং স্পিড দেওয়া আছে ।
  • নেনো সিলভার টেকনোলজি ধারা গঠিত ।
  • ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধক রয়েছে ।
  • প্রিভেন্ট বেড ডোর আছে ।
  • ইকোলজিক্যাল সেইফ।
  • কালার রয়েছে ঃ গোল্ড সিলভার এবং অফ-হোয়াইট সিলভার।

বিঃদ্রঃ Walton ফ্রিজ যাদের বড় প্রয়োজন  তারা বড় নিতে পারেন। এবং কিছু লোক আছে চাহিদা মোতাবেক ফ্রিজ গুলো ব্যবহার করবেন। ওয়ালটন ফ্রিজের নন ফ্রস্ট ও  ফ্রস্ট    ফ্রিজ রয়েছে। যেমন ঃ

আরো পড়ুন ঃ ওয়াল্টন ১২ সেফটি ফ্রিজ এর দাম

নন ফ্রস্ট ফ্রিজ ঃ এটিতে অতিরিক্ত পরিমাণ বরফ জমে না এবং বারবার পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। এজন্য  ফ্রিজ এর চাহিদা বাজারে অনেক বেশি।

ফ্রস্ট ফ্রিজঃ  ফ্রিজ এটি বরফে জমে যায় কিছু কিছু সময় এটিকে পরিষ্কার করতে হয়। তা না হলে বরফ জমে ফ্রিজের জায়গা দখল করে নেয়। তখন বিরক্ত লাগে । তাই মানুষের চাহিদা মোতাবেক ফ্রস্ট ব্যবহার করবেন । আমাদের গুগল নিউজ কে ফলো করে সাথে থাকুন

 

ট্যাগ ঃ ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম , ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত , ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৪,ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫,ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম বাংলাদেশে , ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি বাংলাদেশ প্রাইজ , ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৪ বাংলাদেশ,ওয়ালটন ফ্রিজ,ওয়ালটন ফ্রিজ বাংলাদেশ প্রাইস,ওয়ালটন ফ্রিজ 12 সেফটি প্রাইস ইন বাংলাদেশ,ওয়ালটন ডিপ ফ্রিজ প্রাইস,ওয়ালটন ডিপ ফ্রিজ 205 লিটার দাম,ওয়ালটন ডিপ ফ্রিজ 300 লিটার,ওয়ালটন ডিপ ফ্রিজ প্রাইস ২০২৩,ওয়ালটন ডিপ ফ্রিজ প্রাইস ২০২৪ , walton freeze 8 cft price, Walton Refrigerator 8 cft price in Bangladesh, walton refrigerator 8 cft দাম বাংলাদেশে

Leave a Comment