বর্তমানের আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি। দেশ কিংবা দেশের বাইরে অহরহর ইংরেজি ভাষা ব্যবহার হয়ে থাকে। তাই ইংরেজি শিক্ষার গুরুত্ব অনেক। কিন্তু বললেই তো ইংরেজি শিখে ফেলা যায় না। সেজন্য অনেক সময় প্রয়োজন হয়। অনেক প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজি শিখতে হয়। তাই বলে কি আমরা অন্যের লেখা বুঝতে পারবো না? এই স্মার্ট যুগে এটাও সম্ভব। আপনি ইংরেজি না জানলেও অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। সেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক এই পোষ্টের মূল বিষয়বস্তু- ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ online, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার কৌশল এবং বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত।
বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ঘোরাঘুরি করি। তারা হয়তো বুঝতে পারছি যে অনলাইনে সবচেয়ে বেশি ইংরেজি ভাষাই ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যা সারা বিশ্বে মাধ্যমে যোগাযোগ করার ভাষা। শুধু অনলাইন নয় বর্তমানে সব ক্ষেত্রেই ইংরেজির ব্যবহার রয়েছে। যেমন আপনি কোন ভাল জব নিতে যাবেন তাহলে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবার আপনি বিদেশি কোন কোম্পানির সাথে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাহলে ইংরেজিতে পারদর্শী হতে হবে। অথবা আপনি অনলাইনে সময় কাটাচ্ছেন অনেক বন্ধুরা ইংরেজিতে প্রশ্ন করে বসবে। তখন আপনাকে ইংরেজিতে উত্তর না দিতে পারাটা লাজুক বিষয় হবে। অন্যরা আপনাকে নিয়ে নেগেটিভ ভাবনা করবেন। সবাই আপনাকে ছোট করে দেখবে। তাই বলা যায় ইংরেজি শিক্ষা গুরুত্বপূর্ণ। বর্তমানে ইংরেজি না জানলেও ইংরেজিতে কথা বলা সম্ভব। তাই মূলত এই পোস্টে আপনাদের দেখাবো।
ইংরেজি থেকে বাংলা করার জন্য আপনি এপস, ওয়েবসাইট, গুগল এবং এটাই ব্যবহার করতে পারেন । যেগুলো আপনাকে খুব সহজে ই যে কোন ভাষাকে ট্রান্সলেট করে দেবো। এবং আপনি খুব সহজেই অন্যের লেখা বুঝতে পারবেন। এমনকি বর্তমানে এমন প্রযুক্তি বের হয়েছে যেখানে আপনাকে কষ্ট করতে হবে না। প্রযুক্তি নিজেই সেই আপনার ভাষাকে ট্রান্সলেট করে দিব। চলুন জেনে আসা যাক ইংরেজি থেকে বাংলা ভাষাকে অনুবাদ করার মাধ্যম গুলো কি কি।
আরো পড়ুন..
chrome theke kivabe video download korbo – chrome থেকে ভিডিও ডাউনলোড
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপ
বর্তমানে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অনেক রকম এ্যাপ রয়েছে। যেগুলোর মধ্যে আপনি খুব সহজেই ইংরেজি ভাষা থেকে বাংলা অনুবাদ করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু এপস এর তালিকা নিছে দেওয়া হল।
- Google Translate: google এর অফিসিয়াল ট্রান্সলেটর অ্যাপ এটি। ট্রান্সলেশন প্রক্রিয়ার সবচেয়ে জনপ্রিয় অ্যাপস গুলোর মধ্যে অন্যতম এই অ্যাপস। এই অ্যাপস এর মাধ্যমে শুধু টেক্সট নয় , কারো বক্তিতা এবং চিত্রে থাকা লেখাগুলো কেও ট্রান্সলেট করতে সক্ষম। এখানে যে কোন ভাষা অন্য ভাষায় ট্রান্সলেট করা যায়।
- Microsoft Translator: গুগল ট্রান্সলেটর এরপরেই অবস্থান করছে এই ট্রান্সলেট এপস। গুগল ট্রান্সলেট মতোই এখানে টেক্সট, ভয়েস এবং চিত্র থেকে লেখা ট্রান্সলেট করা সম্ভব। মাইক্রোসফট বিং কোম্পানির তৈরি কৃত ট্রান্সলেটর অ্যাপস এটি। এখানেও যেকোন ভাষা অন্য ভাষায় ট্রান্সলেট করা যায়।
- Bangla Dictionary and Translator: বাংলা ভাষা ট্রান্সলেট করার পাশাপাশি এটি ডিক্সনারি তৈরি করার সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ এটিকে আপনি ট্রান্সলেটরের পাশাপাশি ডিকশনারি হিসেবে ব্যবহার করতে পারবেন। ডিকশনারির সুবিধা হচ্ছে আপনি যে লেখাটি সার্চ করবেন সেটার সম্পর্কিত সকল শব্দ গুলো পেয়ে যাবেন। হতে পারে তার বিপরীত শব্দ, সমার্থক শব্দ অথবা সমার্থক শব্দের অর্থ ও থাকতে পারে।
- Hi Translate: এটির যাত্রা শুরু মাত্র কিছুদিন হয়েছে। ভাল সার্ভিসের জন্য এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। খুব অল্প ক’দিনের মধ্যে এটি সবার পছন্দের ট্রান্সলেটর হয়েছে। এটি ব্যবহার করা সহজ এবং রয়েছে এডভান্স ফিচার।
- Translate All Languages: যেকোনো ভাষার ট্রান্সলেট করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অবশ্য উপরোক্ত অ্যাপস গুলো যে কোন ভাষার ট্রান্সলেট করা যায়। তবে এটি যে কোন ভাষার ট্রান্সলেট করার জন্য ভালো পারফরম্যান্স করেছে।
আরো পড়ুন..
উপরোক্ত অ্যাপসগুলো আপনার ফোনে ডাউনলোড করে সুন্দরভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন। এবং একইভাবে আপনি ইংরেজি থেকে বাংলা সহ যেকোনো ভাষায় ট্রান্সলেট করার সুবিধা গুলো পাবেন।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ online
বর্তমানে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অ্যাপস এর পাশাপাশি বিভিন্ন অনলাইন টুল রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এরকম কিছু ওয়েবসাইট যার মাধ্যমে আপনি বিভিন্ন ভাষার ট্রান্সলেট করতে পারবেন। খুব সহজ এবং সম্পূর্ণ বিনামূল্য করার ওয়েবসাইট গুলো।
আরো পড়ুন..
ইংরেজি থেকে বাংলা অনুবাদ online মাধ্যম
অনলাইনে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার খুব সহজ এবং ফ্রি কিছু টুল বা ওয়েবসাইট রয়েছে। যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি টুল বা ওয়েবসাইট সম্পর্কে দেখানো হলো।
- Google Translate: আমরা ইতিমধ্যেই google ট্রান্সলেটর এর অ্যাপস দিয়ে ট্রান্সলেট করা যায় সেটা দেখেছিলাম। এখন দেখব গুগল ট্রান্সলেটর ওয়েবসাইট এর মাধ্যমে ট্রান্সলেটও করা যাবে। আর এই কাজগুলো কিভাবে করবেন তা একটু নিচে গেলেই দেখতে পাবেন। ওয়েবসাইট লিংক: Google Translate
- Bing Microsoft Translator: গুগল সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিন মাইক্রোসফট ও একটি ট্রান্সলেটর টুল তৈরি করেছেন। যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন। ওয়েবসাইট লিংক: Bing Translate
- iTranslate: বিনামূল্যে এবং সবচেয়ে দ্রুত ট্রান্সলেট করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট লিংক: ITranslate
- SDL FreeTranslation: এটি সবচেয়ে নির্ভুল এবং সঠিক ট্রান্সলেট প্রদান করে থাকে। অর্থাৎ ব্যবহারকারী যে ভাষাটা বোঝে সেভাবেই সেটা ট্রান্সলেট করে দেয়। ওয়েবসাইট লিংক: Free Translate
- Translate.com: এটিকেও দ্রুত এবং সঠিক ভাবে অনুবাদ করার জন্য ভালো বলে মনে হচ্ছে। ওয়েবসাইট লিংক: Translate.com
উপরোক্ত টুল বা ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন।
Read more..
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
অনেক অ্যাপস এবং টুলের মাধ্যমে আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন। এই পোস্টে গুগল ট্রান্সলেট এর মাধ্যমে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম দেখানো হবে।
ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে প্রথমে নিচের লিংকে ক্লিক করতে হবে। লিংক: translate.google.com
এবার উপরের স্ক্রিনশট এর মত প্রথম অপশনে English এবং দ্বিতীয় অপশনে Bangla সিলেক্ট করে দিন।
তারপর ফাঁকা বক্সে আপনার কাঙ্খিত ইংরেজি লেখাটি লিখুন।
আপনার কাঙ্খিত ইংরেজিতে লেখার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন তার অর্থ চলে এসেছে। এবং এখানে লেখাটি কপি করার অপশন ও রয়েছে। আর সরাসরি বাংলায় শুনার অর্থ রয়েছে। বিশেষ করে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।
উপরোক্তা নিয়ে মনে স্মরণ করে আপনি গুগল ট্রান্সলেট এর মাধ্যমে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন। চলুন দেখে আসি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন
বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করার নিয়ম
উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে আপনি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে পারবেন। শুধু ভাষাগুলো একটু উল্টিয়ে দিতে হবে। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন
প্রথমে google translationer ওয়েবসাইটে যাবেন। : translate.google.com/
এবার প্রথম অপশনে Bengali এবং পরের অপশনে English সিলেক্ট করে দিন।
তারপর আপনার কাঙ্খিত বাংলা লেখাটি লিখুন। দেখবেন অটোমেটিক বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাবে।
এভাবেই google translate এর মাধ্যমে যে কোন ভাষাকে ট্রান্সলেট করা সম্ভব। google এর অফিসিয়াল ট্রান্সলেট ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যে সকল ভাষা বুঝি না তখন এই ট্রান্সলেট এর মাধ্যমে সহজে বুঝতে পারব।
Post Views: 14